ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (দ.)-কে নিয়ে কটূক্তি করায় আঞ্জুমানে ছালেকিন বাংলাদেশ সিরাজনগর দরবার শরীফের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
মুফতি শেখ শিব্বির আহমেদ এর সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ভারতীয় ধর্মীয় নেতার ফাঁসির দাবি জানানো হয়।
বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানিয়ে এক শিক্ষার্থী বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (দ.)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না।