গত ২৮ সেপ্টেম্বর ২০২৪, রাত ৭:০৫ মিনিটে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে শ্রীমঙ্গল থানার ০৬নং ওয়ার্ডের শ্রীমঙ্গল বাজার সেন্ট্রাল রোডের মেসার্স মকবুল ট্রেডার্স নামক দোকান থেকে মোঃ মকবুল হোসেন (৪৮)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে ৫৩ বস্তা ভারতীয় চিনি আনয়ন করেছেন।
গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে, পরে শ্রীমঙ্গল বাজার পোস্ট অফিস রোডের হাজী শের আলী মার্কেটের ৬ নম্বর রুমে অভিযান চালিয়ে আরও ১২০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এই অভিযানে মোট ১৭৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে, যার মূল্য ৯,০৮,২৫০ টাকা।
সেনাবাহিনীর মেজর মেজবাহের নির্দেশে এসআই মোঃ মিয়া নাসির উদ্দিন আহম্মেদ জব্দতালিকা মূলে উদ্ধারকৃত চিনিগুলো জব্দ করেন। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী জাল জালিয়াতি করে সেনাবাহিনীর লগোযুক্ত গেইট পাশ ও ভূয়া প্রাধিকারপত্র তৈরী করে চোরাচালানের মাধ্যমে এই চিনিগুলো বাংলাদেশে আনয়ন করছিলেন।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।