মৌলভীবাজার ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু Logo চাঁদাবাজি প্রতিবাদের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা Logo বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : ড. মুহাম্মদ ইউনূস Logo বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর Logo চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২০০ Logo শ্রীমঙ্গলে সার ডিলারশীপে অনিয়ম: একই পরিবারের একাধিক ডিলার, কৃষক জিম্মি সিন্ডিকেটে Logo শ্রীমঙ্গলের পূজামণ্ডপে আনসার ও ভিডিপি’র উপমহাপরিচালকের পরিদর্শন Logo দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত Logo আনান প্যাক বিডি লিমিটেডে শ্রমিকদের মানববন্ধন, ১১ দফা দাবি ও ২৪ ঘণ্টার আল্টিমেটাম Logo সুনামগঞ্জে প্রাইভেট কার-বাইক সংঘর্ষে নিহত দুইজন

দ্বীনের খেদমতে নতুন অধ্যায়: কো-চেয়ারম্যান হলেন মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ-এর কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন, অধ্যক্ষ আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী হুজুরের সুযোগ্য উত্তরসূরী ও বড় সাহেবজাদা, অধ্যক্ষ মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ সাহেব।

দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি খেদমত, ইসলামী শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নির্বাচিত হওয়ায় সংগঠনের কর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ দেশজুড়ে ইসলামপ্রিয় জনসাধারণের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে।

অধ্যক্ষ মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ একজন যোগ্য শিক্ষাবিদ ও ধর্মীয় নেতৃত্বের প্রতীক হিসেবে ইতিমধ্যেই সমাদৃত। পিতার উত্তরসূরী হিসেবে তিনি শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং তরুণ প্রজন্মকে ইসলামের আদর্শে উজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করছেন। ধর্মীয় চেতনা জাগ্রত করা, সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী প্রচার, সমাজ সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁর মতো একজন অভিজ্ঞ ও কর্মঠ আলেমের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। একইসাথে দ্বীনি দাওয়াতের পরিধি প্রসারিত হবে এবং সাধারণ মানুষের মাঝে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ ছড়িয়ে পড়বে।

নতুন দায়িত্ব গ্রহণের পর দেশ-বিদেশ থেকে বহু আলেম-ওলামা, ইসলামপ্রেমী মানুষ ও অনুসারীরা তাঁকে অভিনন্দন বার্তা জানিয়েছেন। সবাই আশা করছেন, তাঁর প্রজ্ঞাময় নেতৃত্ব আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা থেকে জাতীয় পর্যায়ে বহু আলেম-ওলামা ইসলামের খেদমতে অবদান রেখেছেন। তাদেরই একজন অধ্যক্ষ মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ, যিনি নতুন দায়িত্বের মাধ্যমে দেশের ধর্মীয় অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করলেন।

 

ট্যাগস :

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

দ্বীনের খেদমতে নতুন অধ্যায়: কো-চেয়ারম্যান হলেন মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ

আপডেট সময় ০৮:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ-এর কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন, অধ্যক্ষ আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী হুজুরের সুযোগ্য উত্তরসূরী ও বড় সাহেবজাদা, অধ্যক্ষ মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ সাহেব।

দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি খেদমত, ইসলামী শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নির্বাচিত হওয়ায় সংগঠনের কর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ দেশজুড়ে ইসলামপ্রিয় জনসাধারণের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে।

অধ্যক্ষ মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ একজন যোগ্য শিক্ষাবিদ ও ধর্মীয় নেতৃত্বের প্রতীক হিসেবে ইতিমধ্যেই সমাদৃত। পিতার উত্তরসূরী হিসেবে তিনি শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং তরুণ প্রজন্মকে ইসলামের আদর্শে উজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করছেন। ধর্মীয় চেতনা জাগ্রত করা, সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী প্রচার, সমাজ সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁর মতো একজন অভিজ্ঞ ও কর্মঠ আলেমের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। একইসাথে দ্বীনি দাওয়াতের পরিধি প্রসারিত হবে এবং সাধারণ মানুষের মাঝে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ ছড়িয়ে পড়বে।

নতুন দায়িত্ব গ্রহণের পর দেশ-বিদেশ থেকে বহু আলেম-ওলামা, ইসলামপ্রেমী মানুষ ও অনুসারীরা তাঁকে অভিনন্দন বার্তা জানিয়েছেন। সবাই আশা করছেন, তাঁর প্রজ্ঞাময় নেতৃত্ব আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা থেকে জাতীয় পর্যায়ে বহু আলেম-ওলামা ইসলামের খেদমতে অবদান রেখেছেন। তাদেরই একজন অধ্যক্ষ মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ, যিনি নতুন দায়িত্বের মাধ্যমে দেশের ধর্মীয় অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করলেন।