হোয়াটস অন থেকে বেষ্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার হিসাবে অ্যাওয়ার্ডস পেলেন “গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার”। শুক্রবার(২৩/১২/২০২২ইং) সন্ধ্যা ৭.০০টায় উত্তরা, ঢাকা অফিস থেকে বেষ্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার অ্যাওয়ার্ডস দেওয়া হয়।
প্রতি বছরের ন্যায় এবারও হোয়াটস অন ব্যাৎসরিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে পুরস্কারের পাশাপাশি শিল্পী, লেখক, ব্যাবসায়ীক নেত্রীবৃন্দ ও হোয়াটস অন–এর পরিবারবৃন্দ উপস্থিত ছিলেন। হোয়াটস অন–এর এমডি সাম আলিমের উপস্থিতিতে ক্রিয়েটিভ ডিরেক্টর সেটসু অ্যাডাসির হাত দিয়ে বেষ্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার অ্যাওয়ার্ডস গ্রহণ করেন প্রতিষ্ঠানের এক্সেকিউটিভ ডিরেক্টর জনাব মাহফুজার রহমান মণ্ডল।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, লাইভডিজে, খাবার ও নানান পুরস্কারসহ বিভিন্ন আয়োজন হয়েছিল। গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার-এর এক্সেকিউটিভ ডিরেক্টর জনাব মাহফুজার রহমান মণ্ডল হোয়াটস অন–এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।