মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে অপারেশন থিয়েটার প্রায় ২০ দিন থেকে বন্ধ রয়েছে। বড় ধরনের কোন অপারেশন হচ্ছে না এই হাসপাতালে। এতে সরকারি হাসপাতাল নির্ভর সাধারণ রোগীরা দুর্ভোগে পড়েছেন। সরকারি হাসপাতালে অপারেশনের সুবিধা না পাওয়ায় অত্র এলাকার সাধারণ খেটে খাওয়া জরুরি অপারেশনের রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে জেলার প্রাইভেট হাসপাতাল কিংবা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে। এতে একদিকে যেমন গুনতে হচ্ছে বাড়তি টাকা অন্যদিকে রোগীকে নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে স্বজনদের।
এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মুক্তবার্তা২৪.কমকে জানান ঈদের ৪/৫ দিন আগ থেকে অপারেশন থিয়েটারের বাল্ব নস্ট হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারনে অপারেশন বন্ধ রয়েছে। তবে ছোট খাটো অপারেশন চালু আছে। তবে এ সপ্তাহের মধ্যেই বাল্ব ইনস্টলেশন হয়ে যাবে বলে তিনি জানান।