মৌলভীবাজার ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া: অসুস্থতার এই সময়ে তার সুস্থতা ও রাজনৈতিক প্রত্যাবর্তন কেন জাতীয় প্রয়োজন Logo জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থান থেকে ট্রাইব্যুনালের ফাঁসির রায়: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণ চিত্র Logo জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থান মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় Logo শ্রীমঙ্গলের দুই মডেলকে নিয়ে ভাইরাল ভিডিও পোস্ট; অপপ্রচার অভিযোগে থানায় জিডি করলেন জারা ইসলাম Logo রাজধানীর উত্তরা ১২ ও ১৪ নম্বর সেক্টরে রাজউকের অভিযান, ৫ ভবন ও ১৭ মিটার জব্দ Logo নিউইয়র্কের মেয়র হয়েই ট্রাম্পকে মামদানির হুঁশিয়ারি: ‘ভলিউম বাড়ান’ Logo শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক এম. ইদ্রিস আলীর সদস্যপদ স্থগিত Logo সাংবাদিক ইদ্রিস আলীর বিয়ে বিতর্ক: ভাইরাল ভিডিও থেকে জাল এফিডেভিটের অভিযোগ! Logo মৌলভীবাজার জেলায় বিএনপির প্রাথমিক মনোনয়ন পেলেন চার প্রার্থী Logo শ্রীমঙ্গলে সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৭:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • 450

শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশন এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন

যানজট নিরসন এবং জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাফেরার লক্ষ্যে পর্যটন শহর শ্রীমঙ্গলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোবারক হোসেন খান, ট্রাফিক পুলিশের ওসি (টিআইও) মো. জালাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

 

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “সড়কের পাশে অবৈধভাবে দোকানপাট ও ফুটপাতে বসা অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। এখন থেকে পৌর শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে অভিযান করা হবে।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌর শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে বেশ কয়েকবার মাইকিং করার পরও শহরের গুরুত্বপূর্ণ এলাকার দখল না ছাড়ায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয় এবং এটি অব্যাহত থাকবে। অবৈধভাবে আর কেউ সড়ক ও ফুটপাত দখল করতে পারবে না বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া: অসুস্থতার এই সময়ে তার সুস্থতা ও রাজনৈতিক প্রত্যাবর্তন কেন জাতীয় প্রয়োজন

শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

আপডেট সময় ০৭:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

যানজট নিরসন এবং জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাফেরার লক্ষ্যে পর্যটন শহর শ্রীমঙ্গলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোবারক হোসেন খান, ট্রাফিক পুলিশের ওসি (টিআইও) মো. জালাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

 

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “সড়কের পাশে অবৈধভাবে দোকানপাট ও ফুটপাতে বসা অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। এখন থেকে পৌর শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে অভিযান করা হবে।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌর শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে বেশ কয়েকবার মাইকিং করার পরও শহরের গুরুত্বপূর্ণ এলাকার দখল না ছাড়ায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয় এবং এটি অব্যাহত থাকবে। অবৈধভাবে আর কেউ সড়ক ও ফুটপাত দখল করতে পারবে না বলে তিনি জানান।