শ্রীমঙ্গলে ফেসবুকে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে ইসকন সদস্য কল্লোল দেবের কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে সৃষ্ট উত্তেজনা দক্ষ নেতৃত্বে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়ক অচল হয়ে পড়ে।
এসময় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টায় দুর্বৃত্তরা উসকানি দেয়, তবে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম ও সিরাজনগর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে পরিস্থিতি শান্ত হয়। ছাত্র-জনতার অভিভাবক হয়ে মুফতি শেখ শিব্বির আহমদ ওসি আমিনুল ইসলামের সাথে জরুরি বৈঠক করে কল্লোল দেবকে জনতার সামনে হাজির করেন।
কল্লোল দেব তার বিতর্কিত মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেয়। তার ক্ষমা প্রার্থনা ও কান ধরে মাইকে সবার সামনে দুঃখ প্রকাশের মাধ্যমে উত্তেজিত জনতা শান্ত হয়।
মুফতি শেখ শিব্বির আহমদ ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, “ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি চক্র সবসময় সক্রিয়। আমাদের সজাগ থাকতে হবে। আইন নিজের হাতে না তুলে আমরা ওসি মহোদয়ের ওপর আস্থা রাখি।”
ওসি আমিনুল ইসলাম বলেন, “ফেসবুকে এমন কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসি। আইনশৃঙ্খলা রক্ষায় সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
মুফতি শেখ শিব্বির আহমদ ও ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে সৃষ্ট এই উত্তপ্ত পরিস্থিতি দক্ষতার সাথে সামাল দেওয়ায় শ্রীমঙ্গলবাসী বড় ধাঙ্গার হাত থেকে রক্ষা পায়। স্থানীয়দের মতে, এ ধরনের দ্রুত পদক্ষেপ ভবিষ্যতে বড় সংঘর্ষ এড়াতে দৃষ্টান্ত হয়ে থাকবে।