মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ছিনতাইকারী আটক ও নগর টাকা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ জুলাই) বিকেলে মো. নাইম ইসলাম ও মো. ইমন নামের দুই যুবক শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড থেকে পুলিশের কাঁচায় বন্ধি করা হয়।
শ্রীমঙ্গল থেকে মহাজিরাবাদ যাবার কথা বলে একটি অটোরিকশা ভাড়া করে তারা। যাবার পথেই অটোরিকশাটি থামিয়ে ছিনতাইকারী নাইম ও ইমন অটো চালক মাসুক মিয়ার পেটে ধারালো কেচি ঠেকিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে তার কাছে থাকা ৭ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়।
এঘটনায় অটোরিকশা চালক মাসুক মিয়া বাদী হয়ে গেল সোমবার ২৪ জুলাই সকালে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন- শ্রীমঙ্গল পৌর এলাকার স্টেশন রোডের আব্দুল আহাদের পুত্র মো. নাইম ইসলাম (২১) ও আশিদ্রোন ইউনিয়নের ফটকি গ্রামের মো. সুমন মিয়ার পুত্র ইমন মিয়া (২০)।
এসময় পুলিশ নাইম ইসলামের কাছ থেকে ৫ হাজার টাকা ও ইমন এর কাছ থেকে ২ হাজার টাকা সহ ছিনতাই করা ৭ হাজার টাকা উদ্ধার করে। ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন ওই দুই ছিনতাইকারী।
ওইদিন দুপুরে দুই আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।