মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে দু’দিনব্যাপী তথ্য মেলা। বুধবার (২০ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে ও সনাক সদস্য কাজী আসমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি গীতা গোস্বামী। এছাড়াও স্বাস্থ্যবিষয়ক গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী।
মেলায় সরকারি সেবা প্রদানকারী ৩৪টি প্রতিষ্ঠান তাদের তথ্য নিয়ে অংশগ্রহণ করে। পাশাপাশি কুইজ, বিতর্ক, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
দুই দিনব্যাপী এই মেলা আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
শাহাব উদ্দিন আহমদ 















