মৌলভীবাজার ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo বিয়ের পর আপনি কি শুধুই একজন ‘বউ’ হয়ে আছেন, নাকি তার জীবনের অদ্বিতীয় নারী? Logo দ্বীনের খেদমতে নতুন অধ্যায়: কো-চেয়ারম্যান হলেন মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ Logo সিলেট বিভাগে দুইটি স্পেশাল ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে শ্রীমঙ্গলে রেলওয়ে স্টেশনে বিশাল মানববন্ধন Logo মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার, হত্যার আলামত উদ্ধার Logo সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় ৫ জন আটক Logo মৌলভীবাজারে টাকা না দেওয়ায় বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা! Logo মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে উত্তাল শহর Logo ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে কানাডায় বিজয় র‍্যালি Logo শ্রীমঙ্গলে এসএসসি ও এইচএসসি’র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ Logo শ্রীমঙ্গলে এনসিপি নেতা প্রীতম দাশের নেতৃত্ব মানবেন না স্থানীয় নেতারা

সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় ৫ জন আটক

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কালাইরাগ গ্রামের মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), আবু সাঈদ (২১), নাজিরেরগাঁও গ্রামের আবুল কালাম (৩২), লাছুখাল গ্রামের ইমান আলী (২৮) এবং জাহাঙ্গীর আলম (৩৫)। পুলিশের দাবি, এদের মধ্যে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে এবং দুজনকে ট্রাকযোগে পাথর বহনের সময় আটক করা হয়। এ সময় একটি ট্রাকভর্তি সাদাপাথরও জব্দ করা হয়।

ওই ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়েরকৃত মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা এক হাজার থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে একই ঘটনার পুরোনো মামলায় পূর্ব ইসলামপুর ২ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সরাসরি সাদাপাথর লুটপাটে জড়িত ছিলেন। তাঁদের নেতৃত্বে ধলাই নদের পূর্বপাড়ের কালাইরাগ ও কলাবাড়ি এলাকায় নৌকাযোগে ব্যাপক পাথর লুটের ঘটনা ঘটে।

ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধভাবে সাদাপাথর লুটে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মুক্তবার্তা২৪.কম/১৬/০৮/২০২৫ সউহে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিয়ের পর আপনি কি শুধুই একজন ‘বউ’ হয়ে আছেন, নাকি তার জীবনের অদ্বিতীয় নারী?

সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় ৫ জন আটক

আপডেট সময় ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কালাইরাগ গ্রামের মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), আবু সাঈদ (২১), নাজিরেরগাঁও গ্রামের আবুল কালাম (৩২), লাছুখাল গ্রামের ইমান আলী (২৮) এবং জাহাঙ্গীর আলম (৩৫)। পুলিশের দাবি, এদের মধ্যে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে এবং দুজনকে ট্রাকযোগে পাথর বহনের সময় আটক করা হয়। এ সময় একটি ট্রাকভর্তি সাদাপাথরও জব্দ করা হয়।

ওই ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়েরকৃত মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা এক হাজার থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে একই ঘটনার পুরোনো মামলায় পূর্ব ইসলামপুর ২ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সরাসরি সাদাপাথর লুটপাটে জড়িত ছিলেন। তাঁদের নেতৃত্বে ধলাই নদের পূর্বপাড়ের কালাইরাগ ও কলাবাড়ি এলাকায় নৌকাযোগে ব্যাপক পাথর লুটের ঘটনা ঘটে।

ওসি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধভাবে সাদাপাথর লুটে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মুক্তবার্তা২৪.কম/১৬/০৮/২০২৫ সউহে