হবিগঞ্জের বাহুবলে একটি কারখানার গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ডুবাঐ এলাকায় আকিজ ভেঞ্চার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন প্রকল্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিয়াজ মিয়া, শ্রমিক মাহফুজ, মিজান মিয়া ও গাজী। এদের মধ্যে রিয়াজ কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বাকি তিনজন কারখানাটিতে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুুলিশ। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল মডেল থানার (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সকালে আকিজ গ্রুপের কারখানায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান মিজান ও গাজী। তাদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
মুক্তবার্তা২৪.কম ৩১/১২/২০২৪ সউহে