সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এইদিনে মৌলভীবাজারে গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দান গ্রামে সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকাল ১০টায় কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর তাঁর জীবন ও কর্মবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ জোহর কোরআনখানি ও দোয়া মাহফিল শেষে শিরণি বিতরণ করা হবে বলে জানা গেছে।
এ ছাড়া সন্ধ্যায় চৌমোহনার কার্যালয়ে বিএনপির এই নেতার স্মরণে আলোচনা সভা হবে। এ ছাড়া এম সাইফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার নিতেশ্বর এলাকায় দুসাই রিসোর্টের পাশে সাইফুর রহমান স্মৃতি জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।