তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ও বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল, টিআইবি-এর আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯-এর প্রচার ও প্রসারের লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, তথ্য মেলার মাধ্যমে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা যায় যে, তথ্য নিয়ে মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে, কিন্তু সাধারণ মানুষ এই প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত নয়। এক্ষেত্রে টিআইবি ও সনাক তথ্য অধিকার আইন ২০০৯ প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে। তথ্য মেলা ২০২৪-এ শ্রীমঙ্গল উপজেলার প্রায় সব সরকারি দপ্তর অংশগ্রহণ করেছে। মেলায় আগত দর্শনার্থীরা সরকারি বিভিন্ন দপ্তরে উৎসাহ নিয়ে তথ্য চেয়ে আবেদন করেছেন। উপজেলা প্রশাসনের কাছেও অনেক আবেদন এসেছে, এবং আমি ইতোমধ্যে বেশিরভাগ তথ্য সরবরাহ করেছি। তথ্য চাওয়া এবং তথ্য প্রদানের এই সংস্কৃতি ধরে রাখতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আমার বিশ্বাস।
মেলায় শ্রীমঙ্গল ইয়েস গ্রুপের পক্ষ থেকে র্যালি, আগত দর্শনার্থীদের তথ্য আবেদন ফরম পূরণে সহায়তা এবং তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করা হয়। তথ্য মেলায় দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, স্বাক্ষর সংগ্রহ অভিযান, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের তথ্য মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আগত দর্শনার্থী এবং ইয়েস সদস্য মিলে সরকারি অফিসসমূহে মোট ৮২৬টি তথ্য চেয়ে আবেদন করেন এবং মেলার মাঠেই ৪৮১টি আবেদনের তথ্য সংগ্রহ করেন।
তথ্য মেলা ২০২৪-এর প্রথম দিনের অন্যতম ইভেন্ট ছিল স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে গণশুনানি। গণশুনানিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলের বিভিন্ন সেবার তথ্য তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী মেলায় উপস্থিত দর্শনার্থীদের কাছে স্বাস্থ্যসেবার মান ও সমস্যাদি নিয়ে প্রশ্ন আহ্বান করেন। তিনি উত্থাপিত সব প্রশ্নের সন্তোষজনক জবাব দেন এবং পরবর্তীতে সবার সহযোগিতা কামনা করেন।
মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট-এর সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শারমিন আক্তার, সনাক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, গীতা গোস্বামী এবং মেলার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীমঙ্গল সনাক সদস্য কাজী আছমা এবং টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
মেলায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী ৩৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।