মৌলভীবাজার ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo চাঁদাবাজি প্রতিবাদের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা Logo বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : ড. মুহাম্মদ ইউনূস Logo বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর Logo চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২০০ Logo শ্রীমঙ্গলে সার ডিলারশীপে অনিয়ম: একই পরিবারের একাধিক ডিলার, কৃষক জিম্মি সিন্ডিকেটে Logo শ্রীমঙ্গলের পূজামণ্ডপে আনসার ও ভিডিপি’র উপমহাপরিচালকের পরিদর্শন Logo দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত Logo আনান প্যাক বিডি লিমিটেডে শ্রমিকদের মানববন্ধন, ১১ দফা দাবি ও ২৪ ঘণ্টার আল্টিমেটাম Logo সুনামগঞ্জে প্রাইভেট কার-বাইক সংঘর্ষে নিহত দুইজন Logo শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৪৬ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

মৌলভীবাজারে টাকা না দেওয়ায় বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা!

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে মাত্র ৫০০ টাকা না দেওয়ার জেরে বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যার মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই (১৬) জড়িত থাকার প্রমাণ মিলেছে।

ঘটনার তিন দিন পর, সোমবার (১১ আগস্ট) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা।

তিনি জানান, ৮ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে নিহত আব্দুর রাহিম রাফি (২৪)-এর ছোট ভাই তার কাছে ৫০০ টাকা দাবি করে। রাফি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে গালিগালাজ করলে ছোট ভাই ক্ষুব্ধ হয়ে ওঠে। পরদিন (৯ আগস্ট) সকালে, বাড়িতে মা ও ভাইয়ের স্ত্রী না থাকার সুযোগে সে বড় ভাইয়ের ঘরে প্রবেশ করে খাটের নিচ থেকে দা বের করে ঘাড়ে উপর্যুপরি কোপ মেরে তাকে হত্যা করে।

নোবেল চাকমা আরও জানান, হত্যার পর অভিযুক্ত দা ধুয়ে আগের জায়গায় রেখে দেয় এবং রক্তমাখা লুঙ্গি খাটের নিচে গুঁজে রাখে। পরদিন নিহতের মা মনোয়ারা বেগম কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তে নেমে পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে ছোট ভাইকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ জানায়, আব্দুর রাহিম রাফি প্রেম করে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এ কারণে দেবর-ভাবি ও ভাইয়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক অশান্তি চলছিল।

এই নৃশংস ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্ত কিশোরকে আইনানুগ প্রক্রিয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তবার্তা২৪.কম/ সউহে

চাঁদাবাজি প্রতিবাদের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

মৌলভীবাজারে টাকা না দেওয়ায় বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা!

আপডেট সময় ০৩:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে মাত্র ৫০০ টাকা না দেওয়ার জেরে বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যার মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই (১৬) জড়িত থাকার প্রমাণ মিলেছে।

ঘটনার তিন দিন পর, সোমবার (১১ আগস্ট) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা।

তিনি জানান, ৮ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে নিহত আব্দুর রাহিম রাফি (২৪)-এর ছোট ভাই তার কাছে ৫০০ টাকা দাবি করে। রাফি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে গালিগালাজ করলে ছোট ভাই ক্ষুব্ধ হয়ে ওঠে। পরদিন (৯ আগস্ট) সকালে, বাড়িতে মা ও ভাইয়ের স্ত্রী না থাকার সুযোগে সে বড় ভাইয়ের ঘরে প্রবেশ করে খাটের নিচ থেকে দা বের করে ঘাড়ে উপর্যুপরি কোপ মেরে তাকে হত্যা করে।

নোবেল চাকমা আরও জানান, হত্যার পর অভিযুক্ত দা ধুয়ে আগের জায়গায় রেখে দেয় এবং রক্তমাখা লুঙ্গি খাটের নিচে গুঁজে রাখে। পরদিন নিহতের মা মনোয়ারা বেগম কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তে নেমে পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে ছোট ভাইকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ জানায়, আব্দুর রাহিম রাফি প্রেম করে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এ কারণে দেবর-ভাবি ও ভাইয়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক অশান্তি চলছিল।

এই নৃশংস ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্ত কিশোরকে আইনানুগ প্রক্রিয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তবার্তা২৪.কম/ সউহে