মৌলভীবাজার ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় মাস

  • সুমন দাশগুপ্ত
  • আপডেট সময় ০৮:০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • 614

বাংলার মাঠ ভরা ধানের শীষে,
রয়েছে কত কৃষকের রক্ত মিশে।
পাকিস্তানিরা কেড়ে নিয়েছে লাখো মায়ের সম্ভ্রম ছিনিয়ে।
পেয়েছি বাংলার পতাকা ,
লাখো শহীদের রক্তের বিনিময়ে।
স্বাধীন বাংলা স্বাধীন দেশ,
পেয়েছি মুজিবের হুঙ্কারে,
এই বাংলাদেশ।
কত মাতৃকার হয়েছে সন্তানের লাশ,
তাই আমরা পেয়েছি এই বিজয় মাস।

জনপ্রিয় সংবাদ
x

বিজয় মাস

আপডেট সময় ০৮:০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

বাংলার মাঠ ভরা ধানের শীষে,
রয়েছে কত কৃষকের রক্ত মিশে।
পাকিস্তানিরা কেড়ে নিয়েছে লাখো মায়ের সম্ভ্রম ছিনিয়ে।
পেয়েছি বাংলার পতাকা ,
লাখো শহীদের রক্তের বিনিময়ে।
স্বাধীন বাংলা স্বাধীন দেশ,
পেয়েছি মুজিবের হুঙ্কারে,
এই বাংলাদেশ।
কত মাতৃকার হয়েছে সন্তানের লাশ,
তাই আমরা পেয়েছি এই বিজয় মাস।