শ্রীমঙ্গলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। UGDP প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদ-রাধানগর এবং নীলকন্ঠ-কালীগাট রাস্তায় (আনুমানিক ৯ কিলোমিটার) মোট ১২৭টি সোলার লাইট স্থাপন করা হবে।
এ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪০,২২৩৪৬/- টাকা। এই সোলার লাইট স্থাপন হলে, রাতের বেলায় রাস্তায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং তাদের চলাচল সহজ ও নিরাপদ হবে।
এ উদ্যোগটি মৌলভীবাজার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের ফেইসবুক পেইজ “DC Moulvibazar” থেকে জানানো হয়।
পর্যটন শিল্পের উন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান স্থানীয় জনগণ।