মৌলভীবাজার ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর Logo নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ Logo খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ Logo গাজীপুরে কাঁচাবাজারের আগুন পুড়েছে ৬০ দোকান Logo বিয়ের পর আপনি কি শুধুই একজন ‘বউ’ হয়ে আছেন, নাকি তার জীবনের অদ্বিতীয় নারী? Logo দ্বীনের খেদমতে নতুন অধ্যায়: কো-চেয়ারম্যান হলেন মুফতি আল্লামা শেখ শিব্বির আহমদ Logo সিলেট বিভাগে দুইটি স্পেশাল ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে শ্রীমঙ্গলে রেলওয়ে স্টেশনে বিশাল মানববন্ধন Logo মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার, হত্যার আলামত উদ্ধার Logo সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় ৫ জন আটক Logo মৌলভীবাজারে টাকা না দেওয়ায় বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা!

কুলাউড়ায় খুনসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামী গ্রেফতার

কুলাউড়া থানা পুলিশের অভিযানে খুন মামলাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার এর সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে আজ (১৭ জুন) শনিবার এসআই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া কুলাউড়া থানাধীন আসকরাবাদ ফুটবল খেলার মাঠ হইতে কুলাউড়া থানার খুন মামলা নং-১৯, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড এর পলাতক আসামী কেওয়ালাসা সুয়েলকে গ্রেফতার করা হয়। সে কুলাউড়া থানার এওলাছড়া পুঞ্জির জরলী খংলার ছেলে।

অপর অভিযানে এসআই পরিমল চন্দ্র দাস, এসআই মো. মনির হোসেন, এএসআই তপন দে, এএসআই নাজমুল হোসেন ও এএসআই রায়হান কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর ৯৪/২০, নারী ও শিশু ১০৮/১৮, সিআর ২৮/২৩ (বন), সিআর ২৩১/২৩ (কুলাউড়া), সিআর মামলা নং-২০৪/২০২৩ (কুলাউড়া) এর ওয়ারেন্টভুক্ত পলাতক ৭ আসামী গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল মিয়া, পিতা-মৃত নুর মিয়া, সাং-খুমিয়া। মো. ছাতির আলী, পিতা-মো. আকলিছ আলী, সাং-পূর্ব ফটিগুলি, জলাল মিয়া, পিতা-ইন্তাজ আলী, সাং-পূর্ব টাট্টিউলী, কাশেম মিয়া, পিতা-মৃত আলী আকবর, নন্দনগর টিকরা, আনই মিয়া, পিতা-মৃত মিছির মিয়া, সাং-খাদিমপাড়া, রেনু মিয়া, পিতা-মৃত মিছির মিয়া, সাং-খাদিমপাড়া, আজহার ইসলাম অপু, পিতা-রুস্তম আলী, সাং-গিয়াসনগর, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

কুলাউড়ায় খুনসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামী গ্রেফতার

আপডেট সময় ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

কুলাউড়া থানা পুলিশের অভিযানে খুন মামলাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার এর সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে আজ (১৭ জুন) শনিবার এসআই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া কুলাউড়া থানাধীন আসকরাবাদ ফুটবল খেলার মাঠ হইতে কুলাউড়া থানার খুন মামলা নং-১৯, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড এর পলাতক আসামী কেওয়ালাসা সুয়েলকে গ্রেফতার করা হয়। সে কুলাউড়া থানার এওলাছড়া পুঞ্জির জরলী খংলার ছেলে।

অপর অভিযানে এসআই পরিমল চন্দ্র দাস, এসআই মো. মনির হোসেন, এএসআই তপন দে, এএসআই নাজমুল হোসেন ও এএসআই রায়হান কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর ৯৪/২০, নারী ও শিশু ১০৮/১৮, সিআর ২৮/২৩ (বন), সিআর ২৩১/২৩ (কুলাউড়া), সিআর মামলা নং-২০৪/২০২৩ (কুলাউড়া) এর ওয়ারেন্টভুক্ত পলাতক ৭ আসামী গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল মিয়া, পিতা-মৃত নুর মিয়া, সাং-খুমিয়া। মো. ছাতির আলী, পিতা-মো. আকলিছ আলী, সাং-পূর্ব ফটিগুলি, জলাল মিয়া, পিতা-ইন্তাজ আলী, সাং-পূর্ব টাট্টিউলী, কাশেম মিয়া, পিতা-মৃত আলী আকবর, নন্দনগর টিকরা, আনই মিয়া, পিতা-মৃত মিছির মিয়া, সাং-খাদিমপাড়া, রেনু মিয়া, পিতা-মৃত মিছির মিয়া, সাং-খাদিমপাড়া, আজহার ইসলাম অপু, পিতা-রুস্তম আলী, সাং-গিয়াসনগর, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।