মৌলভীবাজার ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo মৌলভীবাজারের তিন সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা Logo সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোড়দার Logo হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক Logo আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া: অসুস্থতার এই সময়ে তার সুস্থতা ও রাজনৈতিক প্রত্যাবর্তন কেন জাতীয় প্রয়োজন Logo জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থান থেকে ট্রাইব্যুনালের ফাঁসির রায়: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণ চিত্র Logo জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থান মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় Logo শ্রীমঙ্গলের দুই মডেলকে নিয়ে ভাইরাল ভিডিও পোস্ট; অপপ্রচার অভিযোগে থানায় জিডি করলেন জারা ইসলাম Logo রাজধানীর উত্তরা ১২ ও ১৪ নম্বর সেক্টরে রাজউকের অভিযান, ৫ ভবন ও ১৭ মিটার জব্দ Logo নিউইয়র্কের মেয়র হয়েই ট্রাম্পকে মামদানির হুঁশিয়ারি: ‘ভলিউম বাড়ান’ Logo শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক এম. ইদ্রিস আলীর সদস্যপদ স্থগিত

বৃহস্পতিবার উপদেষ্টার পদ ছাড়ছেন নাহিদ!

ছবি: সংগৃহীত।

নতুন রাজনৈতিক দলে যোগদান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা পদ ছাড়ার বিষয়ে তিনি বলেন, “পত্রপত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে এভাবে আসা উচিত না। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না।”

নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি জানান, “বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি যে, সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব।”

নাহিদ ইসলাম আরও বলেন, “নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে রেখেই সদস্য সচিবের খোঁজ চলছে। সেক্ষেত্রে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং সদস্যসচিব আখতার হোসেন রয়েছেন মূল আলোচনায়।”

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা সদস্য সচিব পদ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। সদস্য সচিব পদে সম্ভাব্য নামের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি এবং নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমের নাম।

মুক্তবার্তা২৪.কম ১৮/০২/২০২৫ সউহে

মৌলভীবাজারের তিন সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

বৃহস্পতিবার উপদেষ্টার পদ ছাড়ছেন নাহিদ!

আপডেট সময় ০৭:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

নতুন রাজনৈতিক দলে যোগদান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা পদ ছাড়ার বিষয়ে তিনি বলেন, “পত্রপত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে এভাবে আসা উচিত না। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না।”

নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি জানান, “বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি যে, সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব।”

নাহিদ ইসলাম আরও বলেন, “নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে রেখেই সদস্য সচিবের খোঁজ চলছে। সেক্ষেত্রে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং সদস্যসচিব আখতার হোসেন রয়েছেন মূল আলোচনায়।”

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা সদস্য সচিব পদ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। সদস্য সচিব পদে সম্ভাব্য নামের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি এবং নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমের নাম।

মুক্তবার্তা২৪.কম ১৮/০২/২০২৫ সউহে