মাগুরার ৮ বছর বয়সী আছিয়া নামক শিশুকে ধর্ষণ ও হত্যার চেষ্টার ঘটনায় প্রতিবাদ জানাতে ঢাকায় শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করেছে মাগুরার একদল শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিলে তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থী কাজী সাইফ হৃদয় বলেন, ‘‘গত ৫ আগস্টের পর থেকে দেশে ২৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যারা চেয়ারে বসে ব্যবস্থা নিতে পারছে না, তাদের সেসব পদে থাকার কোনো প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা অত্যন্ত নাজুক, যা আমাদের উদ্বিগ্ন করে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুক এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগ করুক।’’
তিনি আরো বলেন, ‘‘গত ৬ মার্চ মাগুরায় ৮ বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়েছে। তার শরীরে পশুর মতো আক্রমণ করা হয়েছে, যা আমাদের মানবিকতার পরিপন্থী। যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে।’’ তিনি অভিযোগ করেন, ‘‘বিগত সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি প্রবর্তন করা হলেও তা কার্যকর হয়নি।’’
এছাড়া, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিকুর রহমান সাদি বলেন, ‘‘এই ঘটনা আমাদের মানবিকতার কঠিন পরীক্ষা। আমরা শুধুমাত্র অপরাধী গ্রেপ্তারের দাবি করছি না, আমরা চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি, যা ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধ থেকে সমাজকে রক্ষা করবে। ধর্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’’
শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তারা বলেছেন, ‘‘শুধু ধর্ষকের গ্রেপ্তার বা সাময়িক শাস্তি দিয়ে কোনভাবেই এর সমাধান সম্ভব নয়, এর স্থায়ী সমাধান প্রয়োজন।’’
বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলে এবং এটি শেষ হয় ঐ একই স্থানে, যেখানে শিক্ষার্থীরা শ্লোগান দেন এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।