মৌলভীবাজার ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo শ্রীমঙ্গলে যুবতী হত্যার ঘটনায় প্রেমিক গ্রেফতার Logo অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত Logo ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উদযাপন: ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ Logo মৌলভীবাজারে বিএনপিতে বিভেদ থাকবে না, একতাবদ্ধ হয়ে কাজ করবে সবাই: ফয়জুল করিম ময়ূন Logo শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন Logo বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন, ভারতকে হারিয়ে শিরোপা জিতল যুব টাইগাররা Logo স্বৈরাচারের পুনরুত্থান যেন বাংলার মাটিতে আর না ঘটে- ফয়সল আহমদ চৌধুরী Logo শ্রীমঙ্গলের খাসিয়া পান: পাহাড়ি নারীদের কোমল হাতের ছোঁয়ায় রূপ নেয় বিক্রির সাজে Logo শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বৃদ্ধি, কুয়াশার চাদরে ঢেকে গেছে জনপদ Logo দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লি – নাসের রহমান

মৌলভীবাজারে বিএনপিতে বিভেদ থাকবে না, একতাবদ্ধ হয়ে কাজ করবে সবাই: ফয়জুল করিম ময়ূন

মৌলভীবাজারে বিএনপির একতাবদ্ধ হওয়ার অঙ্গীকার: ফয়জুল করিম ময়ূন এবং স্থানীয় নেতৃবৃন্দের বৈঠক

নিজেদের মধ্যে থাকা সব ধরনের বিভেদ ভুলে, বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মৌলভীবাজারের বিএনপি নেতারা। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে এক রুদ্ধদার বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি স্থানীয় নেতাদের দীর্ঘসময় ধরে ধৈর্য সহকারে বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে ফয়জুল করিম ময়ূন জানান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আওতাধীন ১২টি ইউনিয়নের মধ্যে মাত্র ৪টি ইউনিয়নে বিএনপির কমিটি গঠিত হয়েছে। তবে বাকি ৮টি ইউনিয়নে এতদিনেও কমিটি গঠন হয়নি, যা তিনি অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘এভাবে দল চলতে পারে না।’’ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক বার্তা তুলে ধরে আরও বলেন, ‘‘মৌলভীবাজার জেলায় বিএনপিতে আর কোনো গ্রুপিং বা বিভেদ থাকবে না। আমাদের দল এক ও অভিন্ন। আগামীতে জেলায় সকল ইউনিট ঐক্যবদ্ধভাবে কাউন্সিলের মাধ্যমে তৃণমূল থেকে কমিটি গঠন করবে।’’

ফয়জুল করিম ময়ূন বলেন, ‘‘ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা—এই ভিত্তিতে বিএনপির কমিটি গঠন হবে। তৃণমূলের শক্তি হল ওয়ার্ড কমিটি, যা মূল ভিত্তি। এই কমিটি থেকেই নির্বাচনের সময় সেন্টার কমিটি গঠন হবে, যারা ভোটের দিন সেন্টার পাহাড়া দেবে এবং দলের প্রার্থীদের জয়ী করতে কাজ করবে।’’

তিনি আরও বলেন, ‘‘দলের দুর্দিনের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং রাজপথে আন্দোলনে থাকা নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয়া হবে।’’

ময়ূন জানান, ‘‘মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপিকে শক্তিশালী করার জন্য তৃণমূল থেকে ওয়ার্ড পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। যদি ওয়ার্ড শক্তিশালী হয়, তাহলে বিএনপি শক্তিশালী হবে। ইউনিয়ন শক্তিশালী হলে উপজেলা শক্তিশালী হবে, আর উপজেলা শক্তিশালী হলে জেলা শক্তিশালী হবে।’’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, বকসি মিসবাউর রহমান, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান সহ স্থানীয় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে, ৮ ডিসেম্বর সন্ধ্যায় জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের বাসায় মৌলভীবাজার পৌর বিএনপির দুটি অংশের নেতৃবৃন্দ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী বৈঠকে পৌর বিএনপির উভয় অংশের নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে ময়ূন বলেন, ‘‘নিজেদের মধ্যে থাকা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড থেকে পৌর বিএনপির কমিটি গঠন করতে হবে।’’ বৈঠকে উপস্থিত ছিলেন মনোয়ার আহমেদ রহমান, আনিসুজ্জামান বায়েস, সৈয়দ মমশাদ আহমেদ, সরওয়ার মজুমদার ইমন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে যুবতী হত্যার ঘটনায় প্রেমিক গ্রেফতার

x

মৌলভীবাজারে বিএনপিতে বিভেদ থাকবে না, একতাবদ্ধ হয়ে কাজ করবে সবাই: ফয়জুল করিম ময়ূন

আপডেট সময় ১২:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

নিজেদের মধ্যে থাকা সব ধরনের বিভেদ ভুলে, বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মৌলভীবাজারের বিএনপি নেতারা। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে এক রুদ্ধদার বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি স্থানীয় নেতাদের দীর্ঘসময় ধরে ধৈর্য সহকারে বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে ফয়জুল করিম ময়ূন জানান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আওতাধীন ১২টি ইউনিয়নের মধ্যে মাত্র ৪টি ইউনিয়নে বিএনপির কমিটি গঠিত হয়েছে। তবে বাকি ৮টি ইউনিয়নে এতদিনেও কমিটি গঠন হয়নি, যা তিনি অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘এভাবে দল চলতে পারে না।’’ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক বার্তা তুলে ধরে আরও বলেন, ‘‘মৌলভীবাজার জেলায় বিএনপিতে আর কোনো গ্রুপিং বা বিভেদ থাকবে না। আমাদের দল এক ও অভিন্ন। আগামীতে জেলায় সকল ইউনিট ঐক্যবদ্ধভাবে কাউন্সিলের মাধ্যমে তৃণমূল থেকে কমিটি গঠন করবে।’’

ফয়জুল করিম ময়ূন বলেন, ‘‘ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা—এই ভিত্তিতে বিএনপির কমিটি গঠন হবে। তৃণমূলের শক্তি হল ওয়ার্ড কমিটি, যা মূল ভিত্তি। এই কমিটি থেকেই নির্বাচনের সময় সেন্টার কমিটি গঠন হবে, যারা ভোটের দিন সেন্টার পাহাড়া দেবে এবং দলের প্রার্থীদের জয়ী করতে কাজ করবে।’’

তিনি আরও বলেন, ‘‘দলের দুর্দিনের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং রাজপথে আন্দোলনে থাকা নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয়া হবে।’’

ময়ূন জানান, ‘‘মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপিকে শক্তিশালী করার জন্য তৃণমূল থেকে ওয়ার্ড পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে। যদি ওয়ার্ড শক্তিশালী হয়, তাহলে বিএনপি শক্তিশালী হবে। ইউনিয়ন শক্তিশালী হলে উপজেলা শক্তিশালী হবে, আর উপজেলা শক্তিশালী হলে জেলা শক্তিশালী হবে।’’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, বকসি মিসবাউর রহমান, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান সহ স্থানীয় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে, ৮ ডিসেম্বর সন্ধ্যায় জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের বাসায় মৌলভীবাজার পৌর বিএনপির দুটি অংশের নেতৃবৃন্দ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী বৈঠকে পৌর বিএনপির উভয় অংশের নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে ময়ূন বলেন, ‘‘নিজেদের মধ্যে থাকা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড থেকে পৌর বিএনপির কমিটি গঠন করতে হবে।’’ বৈঠকে উপস্থিত ছিলেন মনোয়ার আহমেদ রহমান, আনিসুজ্জামান বায়েস, সৈয়দ মমশাদ আহমেদ, সরওয়ার মজুমদার ইমন প্রমুখ।