মৌলভীবাজার ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo চাঁদাবাজি প্রতিবাদের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা Logo বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : ড. মুহাম্মদ ইউনূস Logo বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর Logo চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২০০ Logo শ্রীমঙ্গলে সার ডিলারশীপে অনিয়ম: একই পরিবারের একাধিক ডিলার, কৃষক জিম্মি সিন্ডিকেটে Logo শ্রীমঙ্গলের পূজামণ্ডপে আনসার ও ভিডিপি’র উপমহাপরিচালকের পরিদর্শন Logo দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত Logo আনান প্যাক বিডি লিমিটেডে শ্রমিকদের মানববন্ধন, ১১ দফা দাবি ও ২৪ ঘণ্টার আল্টিমেটাম Logo সুনামগঞ্জে প্রাইভেট কার-বাইক সংঘর্ষে নিহত দুইজন Logo শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৪৬ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

শ্রীমঙ্গলের পূজামণ্ডপে আনসার ও ভিডিপি’র উপমহাপরিচালকের পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি উপজেলার পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট শাহ নেওয়াজ হোসেন, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন)-এর সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ ও কালাপুর ইউনিয়ন দলনেতা মনছুর আহমদ।

উপমহাপরিচালক পূজামণ্ডপে আগত পূজারী, দর্শনার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি ডিউটিতে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বদা সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপমহাপরিচালক আরও গুরুত্বারোপ করেন, কোনো পূজামণ্ডপ এক মুহূর্তের জন্যও ফাঁকা রাখা যাবে না। বিশেষ করে রাতের দায়িত্বে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। তিনি নির্দেশ দেন, কোনো অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে তা অবিলম্বে “শারদীয় সুরক্ষা” অ্যাপ, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে এবং সংশ্লিষ্ট সকলকে জানাতে হবে, যাতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পারেন।

এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলায় মোট ১৭০টি পূজামণ্ডপে ১ হাজার ৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।

মুক্তবার্তা২৪.কম/ সউহে ২৭/০৯/২০২৫

চাঁদাবাজি প্রতিবাদের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

শ্রীমঙ্গলের পূজামণ্ডপে আনসার ও ভিডিপি’র উপমহাপরিচালকের পরিদর্শন

আপডেট সময় ০৮:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি উপজেলার পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট শাহ নেওয়াজ হোসেন, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন)-এর সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ ও কালাপুর ইউনিয়ন দলনেতা মনছুর আহমদ।

উপমহাপরিচালক পূজামণ্ডপে আগত পূজারী, দর্শনার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি ডিউটিতে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বদা সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপমহাপরিচালক আরও গুরুত্বারোপ করেন, কোনো পূজামণ্ডপ এক মুহূর্তের জন্যও ফাঁকা রাখা যাবে না। বিশেষ করে রাতের দায়িত্বে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। তিনি নির্দেশ দেন, কোনো অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে তা অবিলম্বে “শারদীয় সুরক্ষা” অ্যাপ, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে এবং সংশ্লিষ্ট সকলকে জানাতে হবে, যাতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পারেন।

এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলায় মোট ১৭০টি পূজামণ্ডপে ১ হাজার ৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।

মুক্তবার্তা২৪.কম/ সউহে ২৭/০৯/২০২৫