মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় শহরের মৌলভীবাজার রোডের একটি অভিজাত রেস্টুরেন্টে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা, উপজেলা দুপ্রক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে এবং স্থানীয় কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি প্রকল্পের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মো. নাজমুল হুদা এবং সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর মো. জহির আহমেদ শামীম, কাজী আসমা, উপদেষ্টা মো. মাহবুব রেজা, সাবেক জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. মিছুলু আহমেদ চৌধুরী, মো. আনহারুল ইসলাম, মো. শামীম আহমেদ, মাওলানা এম. এর রহিম নোমানি, মো. ছাইফুর রহমান, দেবব্রত দত্ত হাবুল ও সাংবাদিক নূর মোহাম্মদ সাগর।
সভায় দেশের সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রতিবেশী রাষ্ট্রে রাষ্ট্রীয় মিশন ও সম্পদ ধ্বংসের চেষ্টা এবং জাতীয় পতাকা অপমানের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। দেশের সচেতন মানুষ এবং বিশেষ করে পিএফজি নেতৃবৃন্দকে সামাজিক সম্প্রীতি রক্ষায় আরও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।