মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন, এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাস, সমবায় কর্মকর্তা অসীম কুমার কর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন ও জহিরুল ইসলামসহ উপজেলা ও পৌর দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ ইসলাম উদ্দিন বলেন, “১৯৭১ সালের বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন আজ। শহীদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষলগ্নে যখন গোটা জাতি চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, তখনই পাক বাহিনী ও তাদের দোসররা বাঙালিকে মেধাশূন্য করতে নৃশংস বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে ওঠে। সেদিনের এ হত্যাযজ্ঞ গোটা জাতি ও বিশ্বকে হতবিহ্বল করে দেয়।”