মৌলভীবাজার ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo শ্রীমঙ্গলে সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ Logo শ্রীমঙ্গলে বিএনপি নেতার ভিডিও ভাইরাল: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় Logo নিখোঁজের ১০ দিন পর মিলল তপু দেবনাথকে Logo শ্রীমঙ্গলের রীমা সিলেট থেকে উদ্ধার: আপন খালা ও তার স্বামী গ্রেফতার Logo শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু Logo চাঁদাবাজি প্রতিবাদের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা Logo বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : ড. মুহাম্মদ ইউনূস Logo বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর Logo চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২০০ Logo শ্রীমঙ্গলে সার ডিলারশীপে অনিয়ম: একই পরিবারের একাধিক ডিলার, কৃষক জিম্মি সিন্ডিকেটে

সংবিধান ছাড়া যত সংস্কার আছে করেন : বিএনপি নেতা নাসের

ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, সময়ের প্রয়োজনে যেগুলো দরকার, সেগুলো সংস্কার করতে হবে। কিন্তু সংবিধান ছাড়া সবগুলো সংস্কারই করেন। সংবিধান সংস্কার একমাত্র সংসদ ছাড়া কেউ করতে পারবে না। বাকি যা সংস্কার আছে করেন। কোনো অসুবিধা নেই। দুর্নীতি দমনের সংস্কার, পুলিশে সংস্কার, প্রশাসনে সংস্কার, জুডিসিয়ারি সংস্কার, যত সংস্কার আছে করেন। কিন্তু সংবিধানের সংস্কারে হাত দিতে পারেন না।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের ইম্পিরিয়েল মেডিকেল কলেজের মাঠে এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এম নাসের রহমান বলেন, দেশ এখন দুটি ধারায় বিভক্ত। একটা বলে ‘নির্বাচন, নির্বাচন, নির্বাচন’। আরেকটা বলে ‘সংস্কার, সংস্কার, সংস্কার’। এখন সংস্কার প্রয়োজন, এটা ঠিক। কিন্তু এর জন্য সীমাহীন সময় দেওয়া যাবে না। আজকাল আরেকটা নতুন শব্দ বের হয়েছে, এটা বেশি ইউজ করে একটি ইসলামি দল। শব্দটি হলো ‘যৌক্তিক’। এখন তাদের যদি জিজ্ঞাসা করি যৌক্তিকতা কতদিন, এর কোনো উত্তর পাওয়া যায় না। এই যৌক্তিকতা কতদিন একমাস, ছয়মাস, একবছর না তিনবছর- আসলে যৌক্তিকতা কত, এর কোনো উত্তর তাদের কাছে নেই। শব্দ একটাই শিখেছে বলে ‘যৌক্তিক’। যৌক্তিক বলে কোনো শব্দ রাজনীতির ইতিহাসে চলে না।

এনসিপিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, আসলে এই ছেলেদের পেছনে দুজন তাত্ত্বিক গুরু আছেন। এই দুজন গুরু আগে তাদের বলে দেন কখন কি বলতে হবে। তারা বলে এই সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান করতে হবে। তাদের বয়সই হলো সংবিধানের বয়সের অর্ধেক। আর তারা সংবিধান নিয়ে কথা বলে, তারা কারা সংবিধান নিয়ে কথা বলার? সংবিধানে অনেক কিছু পরিবর্তন আনতে হবে, তবে তা নির্বাচনের পর। সংসদে আলোচনা করে পরিবর্তন করতে হবে। কিন্তু তারা আগেই চায়। কেন? এটা বুঝতে কি রকেট সাইন্স জানতে হবে? বিএনপি আড়াইশো সিট নিয়ে ক্ষমতায় যাবে, আর তাদের ডর (ভয়) এখানেই।

নাসের রহমান আরও বলেন, আড়াইশো বাদ দেন, ২০১ সিট পেলেই তো বিএনপি সংবিধান সংস্কারের অধিকার রাখে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, বিএনপি একতরফা কিছু করতে যাবে না। সব দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে।

মুক্তবার্তা২৪.কম/ সউহে

শ্রীমঙ্গলে সাংবাদিক এম ইদ্রিস আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

সংবিধান ছাড়া যত সংস্কার আছে করেন : বিএনপি নেতা নাসের

আপডেট সময় ১০:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, সময়ের প্রয়োজনে যেগুলো দরকার, সেগুলো সংস্কার করতে হবে। কিন্তু সংবিধান ছাড়া সবগুলো সংস্কারই করেন। সংবিধান সংস্কার একমাত্র সংসদ ছাড়া কেউ করতে পারবে না। বাকি যা সংস্কার আছে করেন। কোনো অসুবিধা নেই। দুর্নীতি দমনের সংস্কার, পুলিশে সংস্কার, প্রশাসনে সংস্কার, জুডিসিয়ারি সংস্কার, যত সংস্কার আছে করেন। কিন্তু সংবিধানের সংস্কারে হাত দিতে পারেন না।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের ইম্পিরিয়েল মেডিকেল কলেজের মাঠে এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এম নাসের রহমান বলেন, দেশ এখন দুটি ধারায় বিভক্ত। একটা বলে ‘নির্বাচন, নির্বাচন, নির্বাচন’। আরেকটা বলে ‘সংস্কার, সংস্কার, সংস্কার’। এখন সংস্কার প্রয়োজন, এটা ঠিক। কিন্তু এর জন্য সীমাহীন সময় দেওয়া যাবে না। আজকাল আরেকটা নতুন শব্দ বের হয়েছে, এটা বেশি ইউজ করে একটি ইসলামি দল। শব্দটি হলো ‘যৌক্তিক’। এখন তাদের যদি জিজ্ঞাসা করি যৌক্তিকতা কতদিন, এর কোনো উত্তর পাওয়া যায় না। এই যৌক্তিকতা কতদিন একমাস, ছয়মাস, একবছর না তিনবছর- আসলে যৌক্তিকতা কত, এর কোনো উত্তর তাদের কাছে নেই। শব্দ একটাই শিখেছে বলে ‘যৌক্তিক’। যৌক্তিক বলে কোনো শব্দ রাজনীতির ইতিহাসে চলে না।

এনসিপিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, আসলে এই ছেলেদের পেছনে দুজন তাত্ত্বিক গুরু আছেন। এই দুজন গুরু আগে তাদের বলে দেন কখন কি বলতে হবে। তারা বলে এই সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান করতে হবে। তাদের বয়সই হলো সংবিধানের বয়সের অর্ধেক। আর তারা সংবিধান নিয়ে কথা বলে, তারা কারা সংবিধান নিয়ে কথা বলার? সংবিধানে অনেক কিছু পরিবর্তন আনতে হবে, তবে তা নির্বাচনের পর। সংসদে আলোচনা করে পরিবর্তন করতে হবে। কিন্তু তারা আগেই চায়। কেন? এটা বুঝতে কি রকেট সাইন্স জানতে হবে? বিএনপি আড়াইশো সিট নিয়ে ক্ষমতায় যাবে, আর তাদের ডর (ভয়) এখানেই।

নাসের রহমান আরও বলেন, আড়াইশো বাদ দেন, ২০১ সিট পেলেই তো বিএনপি সংবিধান সংস্কারের অধিকার রাখে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, বিএনপি একতরফা কিছু করতে যাবে না। সব দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে।

মুক্তবার্তা২৪.কম/ সউহে