সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে একটি নতুন বিতর্কের খবর সামনে এসেছে, যেখানে এক সাংবাদিকের পৈত্রিক জমির মাটি কেটে বিক্রি করার ঘটনায় জেলা ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ এ ঘটনা নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতা পাভেল মিয়া, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের ছেলে।
ছাত্রদল সূত্রে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, পাভেল মিয়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার হয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সকল ছাত্রদল নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন।
এর আগে, ঢাকায় কর্মরত সাংবাদিক রাহিদ রনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন যে, পাভেল মিয়া তার পৈত্রিক জমি থেকে মাটি কেটে বিক্রি করেছেন। এতে রাহিদ রনি প্রায় তিন লাখ টাকার ক্ষতির সম্মুখীন হন। রনি অভিযোগ করেন যে, পাভেল মিয়া তাকে জোরপূর্বক ৬ ফুট গর্ত করে মাটি বিক্রি করেছেন, যা তার জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
সাংবাদিক রনি এই ঘটনার বিচার এবং শাস্তি দাবি করেছেন এবং কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।