মৌলভীবাজার ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Logo ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo সন্ধ্যার মধ্যে সিলেটে ৮০ কি.মি. বেগে ঝড় হওয়ার সম্ভাবনা Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল Logo শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ, আহত ৩৯, সেনাবাহিনীর হাতে আটক ১৪ Logo মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২, আহত ২,৩৭৬ Logo ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে: ইউএসজিএস Logo এম.ডি.এফ ওয়ালর্ড ওয়াইড এর আয়োজনে ঢাকা ও মৌলভীবাজারে পথচারীদের মধ্যে ইফতার প্যাক বিতরণ Logo মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: বহু প্রাণহানি, ঐতিহাসিক আভা সেতু ধসে পড়েছে Logo ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo শ্রীমঙ্গলে এক ডিম বিক্রি হলো ২২ হাজার টাকায়

১৭ বছর পর মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলন; নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৭:৪০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 140

বৃহস্পতিবার বাদ মাগরিব শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামী’র প্রচারণা মিছিল

টানা প্রায় ১৭ বছর নিপীড়ন-নির্যাতনে কোনঠাসা থাকার পর মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২১শে ডিসেম্বর (শনিবার) শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান। ৫০ হাজার লোক সমাগমের লক্ষ্য নিয়ে জেলার সবগুলো উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের কর্মচঞ্চলতা দেখা গেছে।

সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার বাদ মাগরিব শ্রীমঙ্গলে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে শহরের কাচারী জামে মসজিদের সামনে থেকে একটি প্রচারণা মিছিল বের হয়। মিছিলটি হবিগঞ্জ সড়ক ও স্টেশন সড়ক হয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

স্থানীয় দায়িত্বশীলরা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর নিজ জেলায় আসবেন, তাই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে কোনো কর্মী সম্মেলনে জামায়াতের আমীর অংশগ্রহণ করেননি এ জেলায়। প্রথমবারের মতো এ সম্মেলনে জামায়াতে ইসলামী’র আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলনকে সামনে রেখে জেলাজুড়ে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উৎফুল্ল উজ্জীবিত নেতাকর্মীরা।

তারা আরও জানান, সম্মেলন উপলক্ষে মাঠের প্যান্ডেলের বাইরে শহরজুড়ে চলছে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণসহ অন্যান্য কাজ। সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অব্যাহত রেখেছেন নেতাকর্মীরা। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থল পরিদর্শন করে জেলার নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

জানা যায়, দীর্ঘ আওয়ামী শাসনামলে দমন-নিপীড়ন আর হয়রানিমূলক মামলা ও হামলায় কোণঠাসা ছিলেন জেলার জামায়াতের নেতাকর্মীরা। তারা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেননি প্রায় দেড় যুগ। ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনে গণতান্ত্রিক পরিবেশ ফেরায় সারা দেশের ন্যায় এ জেলায়ও জামায়াতের জোরালো সাংগঠনিক কার্যক্রম এখন দৃশ্যমান। ইতোমধ্যে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নির্বাচন সম্পন্ন করেছে দলটি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার জামায়াতে ইসলামী’র সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল বলেন, ‘প্রথমবারের মতো জামায়াতের আমীর মৌলভীবাজারে আসছেন। তাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। কর্মী সম্মেলন সফল করতে আমরা বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল শহরে একটি প্রচারণা মিছিল করেছি।’

এদেশের মানুষকে আর দ্বিধাবিভক্ত হতে দেওয়া হবে না। দেশ-জাতি ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় নেতা জামায়াতের আমীর মৌলভীবাজারে দিকনির্দেশনা দেবেন জানিয়ে জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, সম্মেলনের সকল প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। সম্মেলন সফল করতে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা পরিশ্রম করে যাচ্ছেন। তিনি এ সম্মেলনে অর্ধলক্ষ লোক সমাগম হবে বলে প্রত্যাশা করেন। সম্মেলন সফল করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি।

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ

x

১৭ বছর পর মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলন; নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

আপডেট সময় ০৭:৪০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

টানা প্রায় ১৭ বছর নিপীড়ন-নির্যাতনে কোনঠাসা থাকার পর মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২১শে ডিসেম্বর (শনিবার) শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান। ৫০ হাজার লোক সমাগমের লক্ষ্য নিয়ে জেলার সবগুলো উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের কর্মচঞ্চলতা দেখা গেছে।

সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার বাদ মাগরিব শ্রীমঙ্গলে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে শহরের কাচারী জামে মসজিদের সামনে থেকে একটি প্রচারণা মিছিল বের হয়। মিছিলটি হবিগঞ্জ সড়ক ও স্টেশন সড়ক হয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

স্থানীয় দায়িত্বশীলরা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর নিজ জেলায় আসবেন, তাই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে কোনো কর্মী সম্মেলনে জামায়াতের আমীর অংশগ্রহণ করেননি এ জেলায়। প্রথমবারের মতো এ সম্মেলনে জামায়াতে ইসলামী’র আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলনকে সামনে রেখে জেলাজুড়ে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উৎফুল্ল উজ্জীবিত নেতাকর্মীরা।

তারা আরও জানান, সম্মেলন উপলক্ষে মাঠের প্যান্ডেলের বাইরে শহরজুড়ে চলছে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণসহ অন্যান্য কাজ। সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অব্যাহত রেখেছেন নেতাকর্মীরা। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থল পরিদর্শন করে জেলার নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

জানা যায়, দীর্ঘ আওয়ামী শাসনামলে দমন-নিপীড়ন আর হয়রানিমূলক মামলা ও হামলায় কোণঠাসা ছিলেন জেলার জামায়াতের নেতাকর্মীরা। তারা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেননি প্রায় দেড় যুগ। ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনে গণতান্ত্রিক পরিবেশ ফেরায় সারা দেশের ন্যায় এ জেলায়ও জামায়াতের জোরালো সাংগঠনিক কার্যক্রম এখন দৃশ্যমান। ইতোমধ্যে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নির্বাচন সম্পন্ন করেছে দলটি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার জামায়াতে ইসলামী’র সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল বলেন, ‘প্রথমবারের মতো জামায়াতের আমীর মৌলভীবাজারে আসছেন। তাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। কর্মী সম্মেলন সফল করতে আমরা বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল শহরে একটি প্রচারণা মিছিল করেছি।’

এদেশের মানুষকে আর দ্বিধাবিভক্ত হতে দেওয়া হবে না। দেশ-জাতি ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় নেতা জামায়াতের আমীর মৌলভীবাজারে দিকনির্দেশনা দেবেন জানিয়ে জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, সম্মেলনের সকল প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। সম্মেলন সফল করতে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা পরিশ্রম করে যাচ্ছেন। তিনি এ সম্মেলনে অর্ধলক্ষ লোক সমাগম হবে বলে প্রত্যাশা করেন। সম্মেলন সফল করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি।