ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
MSBAcademy

ইসলামের মূলনীতি ও ইবাদত

আরবী ঃ
“جَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَسْأَلُهُ عَنْ الإِسْلَامِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُصَلِّي خَمْسَ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ»، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ»، وَقَالَ: «وَتَصُومُ رَمَضَانَ»، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ»، وَقَالَ: «وَتُؤَدِّي الزَّكَاةَ»، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا، إِلَّا أَنْ تَتَطَوَّعَ»، فَانْصَرَفَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ».

বাংলা অনুবাদ ঃ
তালহা বিন ‘উবায়দুল্লাহ থেকে বর্ণিত: এক ব্যক্তি নাজদ থেকে অগোছালো চুল নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসেছিল এবং আমরা তার জোরে কথা বলার শব্দ শুনতে পেলাম কিন্তু সে যা বলছিল তা বুঝতে পারলাম না, যতক্ষণ না সে কাছে আসে এবং তারপর আমরা জানতে পারলাম যে সে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছে। আল্লাহর রাসূল বললেন, “তোমাকে দিন-রাতে (২৪ ঘণ্টায়) পাঁচ ওয়াক্ত সালাত নির্ভুলভাবে আদায় করতে হবে।” লোকটি জিজ্ঞেস করল, “আর কোনো সালাত আছে?” আল্লাহর রাসূল উত্তর দিলেন, “না, কিন্তু যদি তুমি নফল সালাত আদায় করতে চাও (তাহলে করতে পারো)।” আল্লাহর রাসূল আরো বললেন তাকে: “তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে।” লোকটি জিজ্ঞেস করল, “আর কোনো রোজা আছে?” আল্লাহর রাসূল উত্তর দিলেন, “না, কিন্তু যদি তুমি নফল রোজা রাখতে চাও (তাহলে রাখতে পারো)।” তারপর আল্লাহর রাসূল আরো বললেন তাকে, “তোমাকে যাকাত (বাধ্যতামূলক দান) দিতে হবে।” লোকটি জিজ্ঞেস করল, “যাকাত ছাড়া আমাকে আর কি দিতে হবে?” আল্লাহর রাসূল উত্তর দিলেন, “না, তবে যদি তুমি নিজের ইচ্ছায় সদকা দিতে চাও।” এবং তারপর সে ব্যক্তি ফিরে গিয়ে বলল, “আল্লাহর কসম! আমি এই ছাড়া কম বা বেশি কিছুই করব না।” আল্লাহর রাসূল বললেন, “যদি সে যা বলেছে সত্য হয়, তাহলে সে সফল হবে (অর্থাৎ তাকে জান্নাত দান করা হবে)।

” (বুখারি শরীফ, বই #২, হাদিস #৪৪)

ট্যাগস :
MSBAcademy

ইসলামের মূলনীতি ও ইবাদত

আপডেট সময় ০৫:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

আরবী ঃ
“جَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَسْأَلُهُ عَنْ الإِسْلَامِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُصَلِّي خَمْسَ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ»، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ»، وَقَالَ: «وَتَصُومُ رَمَضَانَ»، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ»، وَقَالَ: «وَتُؤَدِّي الزَّكَاةَ»، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا، إِلَّا أَنْ تَتَطَوَّعَ»، فَانْصَرَفَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ».

বাংলা অনুবাদ ঃ
তালহা বিন ‘উবায়দুল্লাহ থেকে বর্ণিত: এক ব্যক্তি নাজদ থেকে অগোছালো চুল নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসেছিল এবং আমরা তার জোরে কথা বলার শব্দ শুনতে পেলাম কিন্তু সে যা বলছিল তা বুঝতে পারলাম না, যতক্ষণ না সে কাছে আসে এবং তারপর আমরা জানতে পারলাম যে সে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছে। আল্লাহর রাসূল বললেন, “তোমাকে দিন-রাতে (২৪ ঘণ্টায়) পাঁচ ওয়াক্ত সালাত নির্ভুলভাবে আদায় করতে হবে।” লোকটি জিজ্ঞেস করল, “আর কোনো সালাত আছে?” আল্লাহর রাসূল উত্তর দিলেন, “না, কিন্তু যদি তুমি নফল সালাত আদায় করতে চাও (তাহলে করতে পারো)।” আল্লাহর রাসূল আরো বললেন তাকে: “তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে।” লোকটি জিজ্ঞেস করল, “আর কোনো রোজা আছে?” আল্লাহর রাসূল উত্তর দিলেন, “না, কিন্তু যদি তুমি নফল রোজা রাখতে চাও (তাহলে রাখতে পারো)।” তারপর আল্লাহর রাসূল আরো বললেন তাকে, “তোমাকে যাকাত (বাধ্যতামূলক দান) দিতে হবে।” লোকটি জিজ্ঞেস করল, “যাকাত ছাড়া আমাকে আর কি দিতে হবে?” আল্লাহর রাসূল উত্তর দিলেন, “না, তবে যদি তুমি নিজের ইচ্ছায় সদকা দিতে চাও।” এবং তারপর সে ব্যক্তি ফিরে গিয়ে বলল, “আল্লাহর কসম! আমি এই ছাড়া কম বা বেশি কিছুই করব না।” আল্লাহর রাসূল বললেন, “যদি সে যা বলেছে সত্য হয়, তাহলে সে সফল হবে (অর্থাৎ তাকে জান্নাত দান করা হবে)।

” (বুখারি শরীফ, বই #২, হাদিস #৪৪)