গত কয়েক দিনের ভয়াবহ বন্যায় চরম বিপর্যয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার ৫০ লাখের বেশি মানুষ। চরম এই বিপর্যয়ের সময় বন্যাদুর্গত জেলাগুলোতে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করাসহ হাতে হাত মিলিয়ে ত্রাণ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত।
সংগঠনের প্রতিনিধি মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক বলেন, এবারের বন্যায় লাখো মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন হচ্ছে। আমরা শুরু থেকেই ওইসব মানুষের মাঝে উদ্ধারকার্য ও ত্রাণ বিতরণ করে আসছি।
তিনি আরো বলেন, ইতিমধ্যে দুর্গত মানুষের বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ নানা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং কোনো কোনো অঞ্চলে কাজ শুরু করে দিয়েছেন। ইনশাআল্লাহ বন্যার পানি নীচে নেমে এলে আমরা ব্যাপকভাবে যথাসম্ভব পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দেব।
এ যাত্রায় দেশবাসীর দোয়া কামনা করেন আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক।