মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের আনসার ও ভিডিপির দলনেতা হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছেন মনছুর আহমদ এবং বিগত ১৪ বছর যাবত এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকেন।
নিজ এলাকায় বিশেষ করে পাহাড়ি এলাকার মানুষদের ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে মানুষদের সচেতন করেন। কালাপুর ইউনিয়নে প্রায় চার বছর যাবত শিক্ষার্থীদেরকে ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণ দেন মনছুর আহমদ। তরুণ এই যুবক বহুমুখি প্রতিভার অধিকারী। অসহায় মানুষদের কীভাবে কাজে লাগানো যায় সেই চিন্তায় তিনি ফ্রিতে পোল্ট্রি খামারি সৃষ্টি, ব্লাক বেঙ্গল ছাগল পালন করতে মানুষদের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছেন।
এছাড়াও রয়েছে তার আনসার ও ভিডিপি’র প্রশিক্ষণ। জুলাই-আগষ্ট-২০২৪ ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পরে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও শ্রীমঙ্গল থানায় নিরাপত্তায় সেনাবাহিনীকে সহযোগিতা করে আসছেন। তিনি প্রতি বছর বৃক্ষরোপন কর্মসূচীতে উপজেলা প্রশাসন এবং অত্র বাহিনীর সাথে সমন্বয় করে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছেন।