মৌলভীবাজার ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
Logo শ্রীমঙ্গলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল Logo অ্যাডভোকেট সুজন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কোট বর্জন করে রাস্তায় আইনজীবীরা Logo মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo শ্রীমঙ্গলে চায়ের উৎপাদনে খরা ও তাপপ্রবাহের প্রভাব, চা ব্যবসায়ী বিপাকে Logo ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo সন্ধ্যার মধ্যে সিলেটে ৮০ কি.মি. বেগে ঝড় হওয়ার সম্ভাবনা Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল Logo শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ, আহত ৩৯, সেনাবাহিনীর হাতে আটক ১৪ Logo মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২, আহত ২,৩৭৬ Logo ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে: ইউএসজিএস

অ্যাডভোকেট সুজন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কোট বর্জন করে রাস্তায় আইনজীবীরা

আইনজীবী সুজন মিয়ার হত্যার প্রতিবাদে মৌলভীবাজার আদালত চত্বরে আইনজীবীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।

মৌলভীবাজারে অ্যাডভোকেট সুজন মিয়াকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। ঘটনার পরদিন সোমবার (৭ এপ্রিল) দুপুরে আদালতের কার্যক্রম বর্জন করে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য ও সহকারী সদস্যরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পৌরসভা প্রাঙ্গণে আইনজীবীকে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, একজন প্র্যাকটিসিং আইনজীবী শহরের প্রাণকেন্দ্রে নির্মমভাবে খুন হলেও এখনো হত্যাকারীরা শনাক্ত হয়নি। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সমিতির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন,

“গতকাল আমাদের সহকর্মী সুজন মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আজ জেলা আইনজীবীরা একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি। আমাদের একটাই দাবি—২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

স্মারকলিপিতে আইনজীবীরা শহরের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলোকে যানজট ও অপরাধের সম্ভাব্য উৎস হিসেবে উল্লেখ করে অবিলম্বে এসব অপসারণের দাবি জানান।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ্যাড. মুজিবুর রহমান, এ্যাড. শান্তিপদ ঘোষ, এ্যাড. মামুনুর রশীদ (জিপি), এ্যাড. আব্দুল মতিন চৌধূরী (জিপি), এ্যাড. বকসি জোবায়ের আহমদ, এ্যাড. রমা কান্ত দাশ গুপ্ত, এ্যাড. মাহবুবুল আলম রাহেল, এ্যাড. ডাডলী ডেরিক প্রেন্টিস, এ্যাড. জয়নুল হক, এ্যাড. সৈয়দ আনওয়ার মাহমুদ চৌধুরী, এ্যাড. হাবিবুর রহমান মুকুল, এ্যাড. ভূষনজিৎ চৌধুরী মিলন, এ্যাড. জহিরুল হক, এ্যাড. সৈয়দ সিরাজুল ইসলাম, এ্যাড. নিয়ামুল হক সহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সহকারী আইনজীবী, সহকর্মীসহ আইনজীবী পরিবারের শতাধিক সদস্য।

এর আগে, রবিবার (৬ এপ্রিল) রাতে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট সুজন মিয়া (৩৮)। তিনি পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা এবং মৌলভীবাজার জেলা জজ আদালতের নিয়মিত আইনজীবী ছিলেন।

পুলিশ জানায়, হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

শ্রীমঙ্গলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

x

অ্যাডভোকেট সুজন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কোট বর্জন করে রাস্তায় আইনজীবীরা

আপডেট সময় ০৩:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

মৌলভীবাজারে অ্যাডভোকেট সুজন মিয়াকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। ঘটনার পরদিন সোমবার (৭ এপ্রিল) দুপুরে আদালতের কার্যক্রম বর্জন করে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য ও সহকারী সদস্যরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পৌরসভা প্রাঙ্গণে আইনজীবীকে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, একজন প্র্যাকটিসিং আইনজীবী শহরের প্রাণকেন্দ্রে নির্মমভাবে খুন হলেও এখনো হত্যাকারীরা শনাক্ত হয়নি। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সমিতির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন,

“গতকাল আমাদের সহকর্মী সুজন মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আজ জেলা আইনজীবীরা একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি। আমাদের একটাই দাবি—২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

স্মারকলিপিতে আইনজীবীরা শহরের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলোকে যানজট ও অপরাধের সম্ভাব্য উৎস হিসেবে উল্লেখ করে অবিলম্বে এসব অপসারণের দাবি জানান।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ্যাড. মুজিবুর রহমান, এ্যাড. শান্তিপদ ঘোষ, এ্যাড. মামুনুর রশীদ (জিপি), এ্যাড. আব্দুল মতিন চৌধূরী (জিপি), এ্যাড. বকসি জোবায়ের আহমদ, এ্যাড. রমা কান্ত দাশ গুপ্ত, এ্যাড. মাহবুবুল আলম রাহেল, এ্যাড. ডাডলী ডেরিক প্রেন্টিস, এ্যাড. জয়নুল হক, এ্যাড. সৈয়দ আনওয়ার মাহমুদ চৌধুরী, এ্যাড. হাবিবুর রহমান মুকুল, এ্যাড. ভূষনজিৎ চৌধুরী মিলন, এ্যাড. জহিরুল হক, এ্যাড. সৈয়দ সিরাজুল ইসলাম, এ্যাড. নিয়ামুল হক সহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সহকারী আইনজীবী, সহকর্মীসহ আইনজীবী পরিবারের শতাধিক সদস্য।

এর আগে, রবিবার (৬ এপ্রিল) রাতে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট সুজন মিয়া (৩৮)। তিনি পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা এবং মৌলভীবাজার জেলা জজ আদালতের নিয়মিত আইনজীবী ছিলেন।

পুলিশ জানায়, হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।