ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের ১ম বর্ষপূর্তি উপলক্ষে টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানটি আয়োজন করে “সংগঠিত বাংলাদেশি কমিউনিটি, টরন্টো, কানাডা”।
অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় বিকেল ৭টায় টরন্টোর নিশিতা গ্রোসারি কর্ণার প্রাঙ্গণ টরন্টোতে। র্যালিতে অংশগ্রহণ করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, সংস্কৃতি কর্মী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। জাতীয় পতাকা ও নানা ব্যানার হাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে র্যালিতে অংশ নেন প্রবাসীরা।
ব্যানারে লেখা ছিল— “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি”।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। বক্তারা বলেন,
“ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এক অবিস্মরণীয় অধ্যায়। প্রবাসে থেকেও আমরা এই আন্দোলনের প্রতি আমাদের অঙ্গীকার প্রকাশ করছি।”
অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া নতুন প্রজন্মকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে নানা সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তারা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।