ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ
Logo মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক ও হাসি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী গ্রেফতার Logo শ্রীমঙ্গলে কৃষকদলের মহাসমাবেশ অনুষ্ঠিত Logo শ্রীমঙ্গলে দু’দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা Logo নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে ডায়াবেটিস দিবস পালিত Logo মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় নারীর মৃত্যু Logo সিলেটে নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার Logo গাঁজা ও দেশীয় অস্ত্রসহ শ্রীমঙ্গলে ছয় যুবক আটক Logo “ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না”— জামায়াত আমির ডা. শফিকুর রহমান Logo মৌলভীবাজার জেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন: ৭ বছরের প্রতীক্ষা শেষে নতুন আশ্বাস

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে। দীর্ঘ ৭ বছর আগে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ শিক্ষার্থীদের ময়লার ভাগাড় সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। এতে করে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এবং গাউছিয়া সফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ফের রাস্তায় নেমেছে।

শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার বিশাল ময়লার ভাগাড় রয়েছে। প্রতিদিন শহরের সমস্ত ময়লা এখানে ফেলা হয়, যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশকে গুরুতরভাবে ব্যাহত করছে। ময়লার দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলেছে। এর ফলে, শিক্ষার্থীরা ক্লাস করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এক ছাত্র, রানা আহমেদ, জানান, “ময়লার দুর্গন্ধ সহ্য করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা ক্লাসের মধ্যে নাকমুখ চেপে ধরে থাকি, যা আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। ময়লার কারণে কুকুরের আনাগোনা বেড়ে গেছে, যা কখনও কখনও আমাদের আক্রমণের শিকার হতে হচ্ছে। এছাড়া, মশা-মাছির উপদ্রবে রাতে ঘুমানোও কষ্টকর হয়ে উঠেছে।”

শিক্ষার্থীরা জানান, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ২০১৭ সালে ৬ মাসের মধ্যে ময়লার ভাগাড় সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা দাবি করেন, “এই সমস্যার সমাধান না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে অবিলম্বে ময়লার ভাগাড় সরিয়ে একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা হোক।

বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে শত শত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন, যেমন “শিক্ষাপ্রতিষ্ঠান চাই, ময়লার ভাগাড় নয়”, “সুস্থ থাকতে চাই, পরিচ্ছন্ন পরিবেশ চাই”, “কেউ কথা রাখেনি, আমাদের দাবী মানতে হবে”। এরপর, শিক্ষার্থীরা শহরের চৌমুহনায় গিয়ে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে, তারা পৌরসভায় গিয়ে পৌরসভা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে, তারা অবিলম্বে ময়লার ভাগাড় সরিয়ে তাদের জন্য একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

শ্রীমঙ্গল পৌরসভা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার জানান, তিনি প্রথমে ময়লার ভাগাড় ও অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করবেন এবং মহামান্য হাইকোর্টে দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করবেন। এরপর, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে তিনি শিক্ষার্থী ও সাংবাদিকদের আশ্বস্ত করেন।

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক ও হাসি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী গ্রেফতার

x

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন: ৭ বছরের প্রতীক্ষা শেষে নতুন আশ্বাস

আপডেট সময় ১২:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে। দীর্ঘ ৭ বছর আগে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ শিক্ষার্থীদের ময়লার ভাগাড় সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। এতে করে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এবং গাউছিয়া সফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ফের রাস্তায় নেমেছে।

শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার বিশাল ময়লার ভাগাড় রয়েছে। প্রতিদিন শহরের সমস্ত ময়লা এখানে ফেলা হয়, যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশকে গুরুতরভাবে ব্যাহত করছে। ময়লার দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলেছে। এর ফলে, শিক্ষার্থীরা ক্লাস করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এক ছাত্র, রানা আহমেদ, জানান, “ময়লার দুর্গন্ধ সহ্য করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা ক্লাসের মধ্যে নাকমুখ চেপে ধরে থাকি, যা আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। ময়লার কারণে কুকুরের আনাগোনা বেড়ে গেছে, যা কখনও কখনও আমাদের আক্রমণের শিকার হতে হচ্ছে। এছাড়া, মশা-মাছির উপদ্রবে রাতে ঘুমানোও কষ্টকর হয়ে উঠেছে।”

শিক্ষার্থীরা জানান, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ২০১৭ সালে ৬ মাসের মধ্যে ময়লার ভাগাড় সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা দাবি করেন, “এই সমস্যার সমাধান না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে অবিলম্বে ময়লার ভাগাড় সরিয়ে একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা হোক।

বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে শত শত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন, যেমন “শিক্ষাপ্রতিষ্ঠান চাই, ময়লার ভাগাড় নয়”, “সুস্থ থাকতে চাই, পরিচ্ছন্ন পরিবেশ চাই”, “কেউ কথা রাখেনি, আমাদের দাবী মানতে হবে”। এরপর, শিক্ষার্থীরা শহরের চৌমুহনায় গিয়ে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে, তারা পৌরসভায় গিয়ে পৌরসভা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে, তারা অবিলম্বে ময়লার ভাগাড় সরিয়ে তাদের জন্য একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

শ্রীমঙ্গল পৌরসভা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার জানান, তিনি প্রথমে ময়লার ভাগাড় ও অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করবেন এবং মহামান্য হাইকোর্টে দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করবেন। এরপর, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে তিনি শিক্ষার্থী ও সাংবাদিকদের আশ্বস্ত করেন।