মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের একটি কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার, ৪ নভেম্বর সন্ধ্যায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন ঘোষণা করা হয় এবং তা গণমাধ্যমে প্রেরণ করা হয়।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, মোয়াজ্জম হোসেন মাতুক, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আব্দুর রহিম রিপন, মোশারফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, হাজী মুজিবুর রহমান, আব্দুল ওয়ালি সিদ্দিকী, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মাহবুব ইজাদানী ইমরান, বকসী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খান নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েস এবং মহসিন মিয়া মধু।
তবে, আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশের পর জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা কমিটি নিয়ে নানা মন্তব্য ও আলোচনা-সমালোচনা করছেন।