রাজধানী উত্তরায় ১২ ও ১৪ নং সেক্টর এলাকায় ৫টি ভবন ও ১৭টি মিটার জব্দ করে জোন- ১/১ রাজউক।
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে, উন্নয়ন কর্তৃপক্ষ রাজউজ। ৫টি ভবন নকশার বাইরে স্থাপনা নির্মাণের কাজ পরিচালনা করায় উত্তরা ১২ ও ১৪ নং সেক্টর এলাকার মোবাইল কোট পরিচালনা রাজউক।
এসময় উপস্থিত ছিলেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রে
বেলায়েত হোসেন তিনি জনান, ৫টি ভবনের বহির্ভূত অংশগুলো ভেঙ্গে দেওয়া হয় ও ২৭টি মিটার জব্দ ঢাকাকে বাসযোগ্য করতে নকশা বহির্ভূত সকল ভবনের ক্ষেত্রে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস মিয়া, ইমারত পরিদর্শক বাদল ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।













