শীতবস্ত্রের অভাবে শ্রীমঙ্গলের কেউ কষ্ট পাবে না জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ- দলের প্রত্যেক নেতাকর্মী যেন দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে। আমি তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘পৌরসভার সব ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষ হলে উপজেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এগুলো কোনো সরকারি বরাদ্দ বা বাজেটে নয়। নিজ উদ্যোগে আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের দুঃখ-কষ্ট শুনলে আমি ঘরে থাকতে পারি না। আমি আমার পরিবারের সদস্যদের বলে দিয়েছি, অসহায় মানুষের কল্যাণে যেন তারা কাজ করে।’
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৭ নং ওয়ার্ডে সাগরদিঘী পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মীর এম এ সালামের সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বিএনপি নেতা এম এ কাইয়ুম, নজরুল ইসলাম, আব্দুল মালেক, যুবদল নেতা টিটু দাস, মীর আবুল কালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।