মৌলভীবাজার ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ Logo মৌলভীবাজার প্রেসক্লাব দখলের হুমকি জেলা বিএনপি নেতার! Logo কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হত্যাকাণ্ডের রহস্য ১৮ ঘণ্টার মধ্যে উদঘাটন, প্রতিবেশী যুবক গ্রেফতার Logo তারেক রহমান দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo লাউয়াছড়ায় ডাকাতির পরিকল্পনাকারী পাগলা গ্রেফতার Logo কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও থানার সামনে বিক্ষোভ Logo ছিনতাই নয়, ছিল বিকাশ ডিএসও’র নাটক! পরিকল্পিতভাবে আত্মসাৎ ৪ লাখ ৪৫ হাজার টাকা Logo সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু Logo এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত Logo নিষেধাজ্ঞা তুলে মদ বিক্রির অনুমতি দিচ্ছে সৌদি আরব

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ গ্রেপ্তার, বাসা থেকে কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ (ফাইল ছবি)

বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ও তার মেয়ে ডায়না।

ওসি হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারের সময় সাবেক মন্ত্রীর বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বৈদেশিক মুদ্রা, এবং স্বর্ণালংকার জব্দ করা হয়। এছাড়া বাসা থেকে ভারতীয় রুপি ও ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে, যেগুলি উত্তরা এলাকায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আবদুস শহীদ সরকারের পতনের পর থেকে তার উত্তরার বাসায় থাকতেন না বলে জানা যায়। মঙ্গলবার হঠাৎ বাসায় ফেরার পর আইন শৃঙ্খলাবাহিনী বাসাটি ঘিরে ফেলে এবং কয়েক ঘণ্টার অভিযানের পর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বাসার নিরাপত্তারক্ষীরা জানান, সরকারের পতনের পর থেকে তিনি এই এলাকায় খুব কমই আসতেন।

আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টানা সাতবার মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় সংবাদ

নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ গ্রেপ্তার, বাসা থেকে কোটি টাকার সম্পদ জব্দ

আপডেট সময় ০৬:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ও তার মেয়ে ডায়না।

ওসি হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারের সময় সাবেক মন্ত্রীর বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বৈদেশিক মুদ্রা, এবং স্বর্ণালংকার জব্দ করা হয়। এছাড়া বাসা থেকে ভারতীয় রুপি ও ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে, যেগুলি উত্তরা এলাকায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আবদুস শহীদ সরকারের পতনের পর থেকে তার উত্তরার বাসায় থাকতেন না বলে জানা যায়। মঙ্গলবার হঠাৎ বাসায় ফেরার পর আইন শৃঙ্খলাবাহিনী বাসাটি ঘিরে ফেলে এবং কয়েক ঘণ্টার অভিযানের পর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বাসার নিরাপত্তারক্ষীরা জানান, সরকারের পতনের পর থেকে তিনি এই এলাকায় খুব কমই আসতেন।

আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টানা সাতবার মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।