সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা পোনে ১২টায় সুনামগঞ্জ-সিলেট সড়কে জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোয়ারা বাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া ও সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই যুবক জেলা শহর থেকে মোটরসাইকেলে করে জগন্নাথপুর যাচ্ছিলেন।
পথে জয়কলস এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তবার্তা২৪.কম/ সউহে