ছাগলকান্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বহুল আলোচিত ছাগলকান্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।