ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় সারাদেশে “কমপ্লিট শাটডাউন” ঘোষণা করেছেন ডাক্তাররা।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আবদুল আহাদ এই ঘোষণা দেন।
তিনি বলেন, “আপনারা জানেন শনিবার থেকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমাদের তিনজন চিকিৎসককে নিউরোসার্জারি বিভাগ থেকে মারতে মারতে প্রশাসনিক ব্লকের পরিচালকের রুমে নিয়ে আসা হয়। সেই বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই বহিরাগতরা এসে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভাঙচুর চালায়।”
তিনি আরো বলেন, “এরকম ঘটনা যদি প্রতিনিয়ত ঘটতে থাকে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা রোগীদের কীভাবে চিকিৎসা সেবা দেব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আমরা চিকিৎসা সেবা দিয়েছি। যেখানে আমাদের নিরাপত্তা নেই সেখানে আমরা কীভাবে চিকিৎসা দেব।”
চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে- অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢামেকসহ সারাদেশের হাসপাতালে আর্মিসহ সিকিউরিটি ফোর্স নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
ডা. আহাদ বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতাল অপারেশনসহ সব চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’। এর দায়ভার চিকিৎসকদের ওপর না, প্রশাসনের ওপর বর্তাবে। কারণ তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন এবং কাজে ফিরলেও প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি।”
মুক্তবার্তা২৪.কম ২০২৪/০৯/০১ সউহে