মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে সুশীল ভৌমিজ (৪০) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০২ মে) বড়লেখা থানার এএসআই হরিধন দেবনাথ, এএসআই উস্তার মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়লেখা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুশীল ভৌমিজকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আসামি সুশীল ভৌমিজের বিরুদ্ধে বড়লেখা থানার জিআর ৫৮/২১ মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৮(খ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
আসামি সুশীল ভৌমিজ বড়লেখা থানাধীন সমনবাগ চা বাগানের (মোকাম) মন্তা ভৌমিজের ছেলে।