র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, হত্যা মামলা, সন্ত্রাসী, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
যেকোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক ১০ এপ্রিল সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৪৭ বোতল ফেনসিডিলউদ্ধার পূর্বক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার গাজীপুর (কালাপুর) এলাকার বাসিন্দা মৃত কুতুব উল্লাহ এর ছেলে মো. মামুনুর রশিদ (২৪) এবং একই থানার পূর্ব লামুয়া এলাকার বাসিন্দা মৃত রহমত মিয়ার ছেলে মো. ইমরান মিয়া (২৩)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেও বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।