ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
MSBAcademy

২২ জানুয়ারি সিরাজনগর দরবার শরীফের ৪৮ তম আন্তর্জাতিক সুন্নী সম্মেলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর দরবার শরীফের ৪৮ তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন আগামী  (২২ জানুয়ারি) রোববার সকাল থেকে দিবারাত্রী অনুষ্টিত হবে।

এতে সভাপতিত্ব করবেন উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরীন, পীরে ত্বরীকত, রাহনুমায়ে শরীয়ত উস্তায়ুল উলামা, আল্লামা ছাহেব ক্বিবলা সিরাজনগরী (মা.জি.আ.)।

এতে সবাইকে উপস্থিত থেকে আহলে হক তথা আহলে সুন্নাতের আকাবেরদের মূল্যবান তাকরীর শুনে ও আমল করে ইহকাল ও পরকালের কল্যাণ কামনায় ঈমান ও আমল মজবুত করার আহবান জানিয়েছেন ঐতিহ্যবাহি সিরাজনগর দরবার শরীফের পীরজাদা অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ (অধ্যক্ষ, সিরাজনগর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।

আন্তর্জাতিক সুন্নী সম্মেলন সকাল থেকে পরের দিন ফজর বাদ মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

এতে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ওলামা ও সুন্নি -মাশায়েখ,  বিভিন্ন দপ্তরের ইসলামিক মিডিয়া ব্যক্তিবর্গ তাশরীফ রাখবেন।

স্থান- সিরাজনগর ফাজিল মাদ্রাসা, কাকিয়াবাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ২২ জানুয়ারি, রোজ-রোববার।

MSBAcademy

২২ জানুয়ারি সিরাজনগর দরবার শরীফের ৪৮ তম আন্তর্জাতিক সুন্নী সম্মেলন

আপডেট সময় ০৬:২৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর দরবার শরীফের ৪৮ তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী সম্মেলন আগামী  (২২ জানুয়ারি) রোববার সকাল থেকে দিবারাত্রী অনুষ্টিত হবে।

এতে সভাপতিত্ব করবেন উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরীন, পীরে ত্বরীকত, রাহনুমায়ে শরীয়ত উস্তায়ুল উলামা, আল্লামা ছাহেব ক্বিবলা সিরাজনগরী (মা.জি.আ.)।

এতে সবাইকে উপস্থিত থেকে আহলে হক তথা আহলে সুন্নাতের আকাবেরদের মূল্যবান তাকরীর শুনে ও আমল করে ইহকাল ও পরকালের কল্যাণ কামনায় ঈমান ও আমল মজবুত করার আহবান জানিয়েছেন ঐতিহ্যবাহি সিরাজনগর দরবার শরীফের পীরজাদা অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ (অধ্যক্ষ, সিরাজনগর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।

আন্তর্জাতিক সুন্নী সম্মেলন সকাল থেকে পরের দিন ফজর বাদ মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

এতে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ওলামা ও সুন্নি -মাশায়েখ,  বিভিন্ন দপ্তরের ইসলামিক মিডিয়া ব্যক্তিবর্গ তাশরীফ রাখবেন।

স্থান- সিরাজনগর ফাজিল মাদ্রাসা, কাকিয়াবাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ২২ জানুয়ারি, রোজ-রোববার।