ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ মোড়ের ঢাকা–খুলনা মহাসড়কের ওপর সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা দৌলতদিয়া ঘাটমুখী সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের একজন সাহসী যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তাকে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের আধিপত্য ও দমননীতি এখনো বহাল রয়েছে। ওসমান হাদিকে গুলি করে হত্যা মানে শুধু একজন মানুষকে নয়, পুরো জুলাই আন্দোলনের চেতনাকেই হত্যা করা হয়েছে।
তারা অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।











