মৌলভীবাজার ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড Logo সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী Logo বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস Logo অশ্লীল ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার বিস্তার: যুব সমাজের নৈতিক অবক্ষয় এবং তার ক্ষতিকর প্রভাব Logo হাসিনা-রেহানা-টিউলিপসহ ৫৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo মৌলভীবাজারে এড. সুজন মিয়া মিসকিলিংয়ের শিকার; পুলিশের চাঞ্চল্যকর তথ্য; গ্রেপ্তার ৫ Logo সাংবাদিকের জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার Logo বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা Logo মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ৬ Logo সংবিধান ছাড়া যত সংস্কার আছে করেন : বিএনপি নেতা নাসের

কর্মী সম্মেলন সামনে রেখে শ্রীমঙ্গলে জামায়াতের গণসংযোগ

  • এম এ রকিব
  • আপডেট সময় ০৪:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন সফল করতে নেতাকর্মীরা গণসংযোগ চালাচ্ছেন।

মৌলভীবাজারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির আসছেন আগামী ২১ ডিসেম্বর। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলনকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী পক্ষ থেকে শহরে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা।

গত সোম ও মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের পুরানবাজার, নতুন বাজার, হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের নেতৃত্বে গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আকরাম হোসেন, যুব নেতা এম এ করিমসহ নেতৃবৃন্দ।

স্থানীয় জামায়াত সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রথমবারের মতো সংগঠনটির কোনো আমির অংশগ্রহণ করবেন। এর আগে কখনো আমিরে জামায়াত মৌলভীবাজারের কোনো সম্মেলনে অংশগ্রহণ করেননি। কর্মী সম্মেলনকে সফল করতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে চলছে ব্যাপক গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম। এতে নেতাকর্মীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার জামায়াতে ইসলামী সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল বলেন, “প্রথমবারের মতো জামায়াতের কোনো আমির মৌলভীবাজারে আসছেন। তাই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলন সফল করতে আগামী বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল শহরে একটি প্রস্তুতি মিছিল বের করা হবে।”

তিনি আরও বলেন, “এই জেলায় আমিরে জামায়াতের বাড়ি, তাই সর্বস্তরের নেতাকর্মী সম্মেলনে উপস্থিত হবেন বলে আশা করছি। এটি ইতিহাস হয়ে থাকবে। মৌলভীবাজারের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে সরকারি স্কুল মাঠ। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। জেলার নেতৃবৃন্দ সেই কাজগুলো পর্যবেক্ষণ করছেন। সম্মেলন সফল করতে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।”

বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা জানিয়ে তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা-সমাবেশ করতে পারছে। এজন্য শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালার দরবারে। আর যেন কোনো স্বৈরাচার এ দেশে তৈরি হতে না পারে, সেজন্য দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

কর্মী সম্মেলন সামনে রেখে শ্রীমঙ্গলে জামায়াতের গণসংযোগ

আপডেট সময় ০৪:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির আসছেন আগামী ২১ ডিসেম্বর। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলনকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী পক্ষ থেকে শহরে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা।

গত সোম ও মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের পুরানবাজার, নতুন বাজার, হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের নেতৃত্বে গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আকরাম হোসেন, যুব নেতা এম এ করিমসহ নেতৃবৃন্দ।

স্থানীয় জামায়াত সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রথমবারের মতো সংগঠনটির কোনো আমির অংশগ্রহণ করবেন। এর আগে কখনো আমিরে জামায়াত মৌলভীবাজারের কোনো সম্মেলনে অংশগ্রহণ করেননি। কর্মী সম্মেলনকে সফল করতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে চলছে ব্যাপক গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম। এতে নেতাকর্মীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার জামায়াতে ইসলামী সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল বলেন, “প্রথমবারের মতো জামায়াতের কোনো আমির মৌলভীবাজারে আসছেন। তাই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলন সফল করতে আগামী বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল শহরে একটি প্রস্তুতি মিছিল বের করা হবে।”

তিনি আরও বলেন, “এই জেলায় আমিরে জামায়াতের বাড়ি, তাই সর্বস্তরের নেতাকর্মী সম্মেলনে উপস্থিত হবেন বলে আশা করছি। এটি ইতিহাস হয়ে থাকবে। মৌলভীবাজারের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে সরকারি স্কুল মাঠ। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। জেলার নেতৃবৃন্দ সেই কাজগুলো পর্যবেক্ষণ করছেন। সম্মেলন সফল করতে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।”

বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা জানিয়ে তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা-সমাবেশ করতে পারছে। এজন্য শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালার দরবারে। আর যেন কোনো স্বৈরাচার এ দেশে তৈরি হতে না পারে, সেজন্য দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”